আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৫৩১
২৪৩.পুরুষের রুগ্নাবস্থায় নারীর দেখিতে যাওয়া
৫৩১। হারিস ইব্ন উবায়দুল্লাহ্ আনসারী বলেন, আমি হযরত উম্মে দারদাকে একটি অনাবৃত হাওদায় চড়িয়া প্রায়শ মসজিদে যাতায়াতকারী জনৈক আনসারীর রুগ্নাবস্থায় তাহাকে দেখিতে যাইতে দেখিয়াছি।
بَابُ عِيَادَةِ النِّسَاءِ الرَّجُلَ الْمَرِيضَ
حَدَّثَنَا حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى ، قَالَ : حَدَّثَنَا الْحَكَمُ بْنُ الْمُبَارَكِ ، قَالَ : أَخْبَرَنِي الْوَلِيدُ ، هُوَ ابْنُ مُسْلِمٍ ، قَالَ : حَدَّثَنَا الْحَارِثُ بْنُ عُبَيْد اللَّهِ الأَنْصَارِيُّ ، قَالَ : " رَأَيْتُ أُمَّ الدَّرْدَاءِ ، عَلَى رِحَالِهَا أَعْوَادٌ لَيْسَ عَلَيْهَا غِشَاءٌ ، عَائِدَةً لِرَجُلٍ مِنْ أَهْلِ الْمَسْجِدِ مِنَ الأَنْصَارِ
