আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৫৩০
২৪২. ফাসেকের রুগ্নাবস্থায় তাহার কুশল জানিতে যাওয়া
৫৩০। হযরত আব্দুল্লাহ্ ইব্ন আমর ইবনুল আ’স (রাযিঃ) বলেন, মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি রোগগ্রস্থ হইলে তাহার কুশল জানিতে যাইও না।
بَابُ عِيَادَةِ الْفَاسِقِ
حَدَّثَنَا حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ ، قَالَ : أَخْبَرَنَا بَكْرُ بْنُ مُضَرَ ، قَالَ : حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ زَحْرٍ ، عَنْ حِبَّانَ بْنِ أَبِي جَبَلَةَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ، قَالَ : " لا تَعُودُوا شُرَّابَ الْخَمْرِ إِذَا مَرِضُوا
