আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৪১৭
১৯৫- না চাহিতেই স্বেচ্ছায় ভাইকে পরামর্শ দেওয়া।
৪১৭। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন উমর (রাযিঃ) জনৈক রাখালকে তাহার ছাগলসহ একটি তৃণলতাহীন স্থানে দেখিতে পাইলেন । তিনি উহার চাইতে উত্তম একটি স্থান দেখিতে পাইলেন। তখন তিনি তাহাকে লক্ষ্য করিয়া বলিলেনঃ হে রাখাল! তোমার জন্য দুঃখ যে, উহাকে অন্যত্র লইয়া যাও, কেননা আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছিঃ প্রত্যেক রাখালকেই তাহার (অধীনস্থ) রায়ত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে।
بَابُ مَنْ أَشَارَ عَلَى أَخِيهِ وَإِنْ لَمْ يَسْتَشِرْهُ
حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا بَكْرٌ، عَنِ ابْنِ عَجْلاَنَ، أَنَّ وَهْبَ بْنَ كَيْسَانَ أَخْبَرَهُ، وَكَانَ وَهْبٌ أَدْرَكَ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ، أَنَّ ابْنَ عُمَرَ رَأَى رَاعِيًا وَغَنَمًا فِي مَكَانٍ قَبِيحٍ وَرَأَى مَكَانًا أَمْثَلَ مِنْهُ، فَقَالَ لَهُ‏:‏ وَيْحَكَ، يَا رَاعِي، حَوِّلْهَا، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ كُلُّ رَاعٍ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীছে জানানো হয়েছে যে- كل راع مسؤول عن رعيته (প্রত্যেক দায়িত্বশীলকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে)। راع শব্দটির উৎপত্তি رعاية , থেকে, যার মূল অর্থ রক্ষণাবেক্ষণ করা। রাখালকে راع বলা হয়। কারণ সে তার দায়িত্বভুক্ত গবাদিপশুর রক্ষণাবেক্ষণ করে থাকে।
নিজ আওতা ও ক্ষমতার বিস্তারভেদে জান-মালের যা-কিছুই যার অধীনে আছে, সে তার বা তাদের দায়িত্বশীল। তার কর্তব্য ন্যায়নিষ্ঠতার সঙ্গে তার রক্ষণাবেক্ষণ করা ও বিশ্বস্ততার সঙ্গে তা পরিচালনা করা। কেননা আখেরাতে তাকে তার সে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যেসব ব্যক্তির পরিচালনাভার তার উপর ন্যস্ত ছিল, আখেরাতে জিজ্ঞেস করা হবে সে শরীআত মোতাবেক তাদের পরিচালনা করেছিল কি না, তাদের পরিচালনায় সে ন্যায় ও ইনসাফ রক্ষা করেছিল কি না এবং তাদের দ্বীনী ও দুনিয়াবী প্রয়োজন সমাধার চেষ্টা সে ঠিক কতটুকু করেছিল? এমনিভাবে যেসব মালামালের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তার উপর অর্পিত ছিল, সে কতটুকু বিশ্বস্ততার সঙ্গে তার রক্ষণাবেক্ষণ করেছিল? এ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তো সহজে মুক্তি পাওয়া যাবে এবং আল্লাহর কাছ থেকে অভাবনীয় পুরস্কার লাভ হবে। অন্যথায় পরিণাম হবে ভয়াবহ। সেদিন তার কাছ থেকে তার অধীনস্থ বা তার সঙ্গে সম্পৃক্ত প্রত্যেকে আপন আপন হক বুঝে নিতে চাইবে।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. এ হাদীছ দ্বারা জানা গেল দায়িত্ব পালনে প্রত্যেকেরই সচেষ্ট থাকা চাই।

খ. এ হাদীছ দ্বারা জানা গেল আখেরাত সত্য, আখেরাতে প্রত্যেককে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে এবং আপন আপন দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান