আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৪১৬
১৯৪- তরুণদিগকে পৃথক পৃথক রাখা
৪১৬। সালিম ইব্ন আব্দুল্লাহ্ তাঁহার পিতার সূত্রে বর্ণনা করেন যে, হযরত উমর (রাযিঃ) তাঁহার পুত্রদিগকে লক্ষ্য করিয়া বলিতেন, সকাল হইতেই তোমরা পৃথক পৃথক হইয়া যাইবে এবং কোন এক ঘরে একত্র হইবে না। কেননা আমার ভয় হয় পাছে তোমাদের মধ্যে পরস্পরের সম্পর্কচ্যূত হয় বা কোন অঘটন ঘটিয়া যায় ।
بَابُ التَّفْرِقَةِ بَيْنَ الاحْدَاثِ
حَدَّثَنَا مَخْلَدُ بْنُ مَالِكٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَغْرَاءَ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُبَشِّرٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ، عَنْ أَبِيهِ، كَانَ عُمَرُ يَقُولُ لِبَنِيهِ: إِذَا أَصْبَحْتُمْ فَتَبَدَّدُوا، وَلاَ تَجْتَمِعُوا فِي دَارٍ وَاحِدَةٍ، فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ أَنْ تَقَاطَعُوا، أَوْ يَكُونَ بَيْنَكُمْ شَرٌّ.
