আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৩৯৩
১৮৩- মানুষের মধ্যে আপোষ-রফা করা।
৩৯৩। হযরত আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রাযিঃ) সূরা আনফালের আয়াত فَاتَّقُوا اللَّهَ وَأَصْلِحُوا ذَاتَ بَيْنِكُمْ -এর তাফসীর প্রসঙ্গে বলেনঃ উহার দ্বারা আল্লাহ্ তাআলা বান্দার উপর বাধ্যবাধকতা আরোপ করিতেছেন যে, তাহারা যেন আল্লাহ্কে ভয় করে (পরহেযগারী অবলম্বন করে) এবং নিজদিগের মধ্যে সদ্ভাব স্থাপন করে।
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ الْحُسَيْنِ، عَنِ الْحَكَمِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ: (فَاتَّقُوا اللَّهَ وَأَصْلِحُوا ذَاتَ بَيْنِكُمْ)، قَالَ: هَذَا تَحْرِيجٌ مِنَ اللهِ عَلَى الْمُؤْمِنِينَ أَنْ يَتَّقُوا اللَّهَ وَأَنْ يُصْلِحُوا ذَاتَ بَيْنِهِمْ.
