আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩৯২
১৮৩- মানুষের মধ্যে আপোষ-রফা করা।
৩৯২। হযরত আবুদ্দারদা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ আমি কি তোমাদিগকে নামায-রোযা এবং সাদাকা-খয়রাতের চাইতেও উত্তম কাজ সম্পর্কে অবহিত করিব না ? উপস্থিত সকলেই বলিলেন, নিশ্চয়ই ইয়া রাসূলাল্লাহ্! বলিলেনঃ “লোকের মধ্যে আপোস রফা করিয়া দেওয়া। আর পারস্পরিক ঝগড়া-বিবাদ তো হইতেছে মুণ্ডনকারী ধ্বংসকারী ।
بَابُ إِصْلاحِ ذَاتِ الْبَيْنِ
حَدَّثَنَا صَدَقَةُ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ أَلاَ أُنَبِّئُكُمْ بِدَرَجَةٍ أَفْضَلَ مِنَ الصَّلاَةِ وَالصِّيَامِ وَالصَّدَقَةِ‏؟‏ قَالُوا‏:‏ بَلَى، قَالَ‏:‏ صَلاَحُ ذَاتِ الْبَيْنِ، وَفَسَادُ ذَاتِ الْبَيْنِ هِيَ الْحَالِقَةُ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৩৯২ | মুসলিম বাংলা