আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩৪৯
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৬০- সাক্ষাৎ করিতে গিয়া খাওয়া-দাওয়া করা
৩৪৯। হযরত আসমা (রাযিঃ)-এর আযাদকৃত গোলাম আব্দুল্লাহ্ বর্ণনা করেন যে, একদা হযরত আসমা (রাযিঃ) এক তায়ালেসী জুব্বা আমার সন্মুখে বাহির করিলেন উহাতে এক বিঘত পরিমাণ রেশমের একটি টুকরা সন্নিবেশীত ছিল যাহা দ্বারা জুব্বার দুইটি কিনার মোড়ানো ছিল। তিনি বলিলেনঃ ইহা হইতেছে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জুব্বা। তিনি উহা প্রতিনিধিদল সমূহের সহিত সাক্ষাতকালে এবং জুমু’আর দিন পরিধান করিতেন।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ مَوْلَى أَسْمَاءَ ، قَالَ : " أَخْرَجَتْ إِلَيَّ أَسْمَاءُ جُبَّةً مِنْ طَيَالِسَةٍ عَلَيْهَا لَبِنَةُ شِبْرٍ مِنْ دِيبَاجٍ ، وَإِنَّ فَرْجَيْهَا مَكْفُوفَانِ بِهِ ، فَقَالَتْ : هَذِهِ جُبَّةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، كَانَ يَلْبَسُهَا لِلْوُفُودِ ، وَيَوْمَ الْجُمُعَةِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান