আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩৩৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৫৩- সম্মুখে প্রশংসা করা
৩৩৩। হযরত আবু বাকরা (রাযিঃ) বলেন, একদা নবী করীম (ﷺ)-এর দরবারে এক ব্যক্তির প্রসঙ্গ উঠিল। এক ব্যক্তি তাহার প্রশংসা করিল। উহা শুনিতে পাইয়া নবী করীম (ﷺ) বলিলেনঃ সর্বনাশ, তুমি তো তোমার ভাইয়ের গলা (মূলে আছে ‘ঘাড়’ বাংলা বাগধারা অনুযায়ী গলাকাটা অনুবাদ করা হইল) কাটিয়া দিলে ? এ কথা তিনি বারবার উচ্চারণ করিলেন। (তারপর বলিলেন) তোমাদের কাহাকেও যদি একান্তই প্রশংসা করিতে হয় তবে এরূপ বলিবে—আমার ধারণা মতে তিনি এরূপ, অবশ্য যদি সে তোমার ধারণা মত সত্য সত্যই এরূপ হইয়া থাকে। উহার (যথার্থতার) হিসাব নিকাশ তো আল্লাহ্‌রই হাতে। আর আল্লাহ্‌র সম্মুখে কাহাকেও উচিত নহে নির্দোষ মনে করা।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَا جَاءَ فِي التَّمَادُحِ
حَدَّثَنَا مُحَمَّدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا آدَمُ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خَالِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلاً ذُكِرَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَثْنَى عَلَيْهِ رَجُلٌ خَيْرًا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ وَيْحَكَ قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ، يَقُولُهُ مِرَارًا، إِنْ كَانَ أَحَدُكُمْ مَادِحًا لاَ مَحَالَةَ فَلْيَقُلْ‏:‏ أَحْسَبُ كَذَا وَكَذَا، إِنْ كَانَ يَرَى أَنَّهُ كَذَلِكَ، وَحَسِيبُهُ اللَّهُ، وَلاَ يُزَكِّي عَلَى اللهِ أَحَدًا‏.‏
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)