আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৩৩১
১৫২- লোকের দোষ অনুসন্ধানকারী।
৩৩১। ইকরামা (রাযিঃ) বলেন, আমার খেয়াল নাই, ইব্ন আব্বাস (রাযিঃ), না তাহার চাচাত ভাই একে অপরকে খাওয়ার জন্য দাওয়াত করিলেন। তাঁহাদের সম্মুখে এক দাসী (আহার পরিবেশনের) কাজ করিতেছিল। তখন তাঁহাদের একজন তাহাকে ‘হে ব্যভিচারিণী’ বলিয়া সম্বোধন করিলেন। তখন অপরজন বলিলেনঃ চুপ কর। সে যদি ইহকালে এজন্য তোমাকে এই অপবাদের জন্য নির্ধারিত শাস্তি নাও দেওয়াইতে পারে, পরকালে তো নিশ্চয়ই উহার শাস্তি দেওয়া হইবে। তখন প্রথমজন বলিলেনঃ যদি ব্যাপারটা তাহাই হইয়া থাকে ? তখন অপরজন বলিলেনঃ আল্লাহ্ তাআলা যে অশ্লীল কথা বলে আর অশ্লীলতার খোঁজে থাকে তাহাকে ভালবাসেন না। ইনি ছিলেন ইব্ন আব্বাস (রাযিঃ) যিনি বলিয়াছিলেন, নিশ্চয় আল্লাহ্ যে অশ্লীল কথা বলে ও অশ্লীলতার খোঁজে থাকে তাহাকে ভালবাসেন না ।
حَدَّثَنَا مُحَمَّدٍ قَالَ: أخبرنا الْفَضْلُ بْنُ مُقَاتِلٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي حَكِيمٍ، عَنِ الْحَكَمِ قَالَ: سَمِعْتُ عِكْرِمَةَ يَقُولُ: لاَ أَدْرِي أَيُّهُمَا جَعَلَ لِصَاحِبِهِ طَعَامًا، ابْنُ عَبَّاسٍ أَوِ ابْنُ عَمِّهِ، فَبَيْنَا الْجَارِيَةُ تَعْمَلُ بَيْنَ أَيْدِيهِمْ، إِذْ قَالَ أَحَدُهُمْ لَهَا: يَا زَانِيَةُ، فَقَالَ: مَهْ، إِنْ لَمْ تَحُدَّكَ فِي الدُّنْيَا تَحُدُّكَ فِي الْآخِرَةِ، قَالَ: أَفَرَأَيْتَ إِنْ كَانَ كَذَاكَ؟ قَالَ: إِنَّ اللَّهَ لاَ يُحِبُّ الْفَاحِشَ الْمُتَفَحِّشَ.
