আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩১৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৪৬- অভিশাপকারী।
৩১৬। হযরত আবুদ্ দারদা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ অভিশাপকারীরা কিয়ামতের দিন সাক্ষ্যদাতা১ এবং সুপারিশকারী (হওয়ার যোগ্য বিবেচিত) হইবে না ।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ اللِّعَانِ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ‏:‏ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ‏:‏ أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ‏:‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ إِنَّ اللَّعَّانِينَ لاَ يَكُونُونَ يَوْمَ الْقِيَامَةِ شُهَدَاءَ، وَلا شُفَعَاءَ‏.‏

হাদীসের তাখরীজ (সূত্র):

১. কুরআন শরীফের একাধিক আয়াতে বর্ণনা করা হইয়াছে যে, সাধারণভাব উম্মাতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অন্যান্য উম্মাতের লোকজনের বিরুদ্ধে তাহাদের নবীগণের পক্ষে সাক্ষীস্বরূপ হইবেন। তাহাদের উম্মাতগণ যখন নবীগণের প্রচার কার্যের কথা অস্বীকার করিয়া নিজেদের পাপের শাস্তি লাঘব করিবার চেষ্টা করিবে, তখন উম্মাতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া সাক্ষী দিবেন যে, প্রভু নবীগণ তাঁহাদের উপর আরোপিত প্রচার কার্যের দায়িত্ব যথাসাধ্য পালন করিয়াছেন। কিন্তু হতভাগ্য উম্মাতরা তাহাতে কর্ণপাত করে নাই। এই অর্থেই উম্মাতে মুহাম্মদীকে সাক্ষ্যদাতা (শুহাদা) বলা হয়েছে।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)