আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৩১৫
১৪৫- মু’মিন খোঁটা দিতে পারে না
৩১৫। হযরত আলী ইব্ন আবু তালিব (রাযিঃ) বলেন, অভিশাপকারীরা অভিশপ্ত। এই হাদীসের এক পর্যায়ের রাবী মারওয়ান ইব্ন মু’আবিয়া বলেন, অভিশাপকারীরা হইতেছে সেইসব লোক যাহারা লোকদিগকে অভিশাপ দিয়া থাকে ।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْكِنْدِيُّ الْكُوفِيُّ، عَنْ أَبِيهِ قَالَ: سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، صَلَوَاتُ اللهِ عَلَيْهِ، يَقُولُ: لُعِنَ اللَّعَّانُونَ.
