আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৩০৯
১৪৫- মু’মিন খোঁটা দিতে পারে না
৩০৯। সালিম ইব্ন আব্দুল্লাহ্ বলেন, (আমার পিতা) আব্দুল্লাহ্কে কখনো আমি কাহাকেও অভিশাপ দিতে শুনি নাই, কোন একটি লোককেও না। সালিম আরও বলিতেনঃ হযরত আব্দুল্লাহ্ ইব্ন উমর (রাযিঃ) বলিয়াছেন, মু’মিনের জন্য অভিশাপকারী হওয়া শোভনীয় নহে।
بَابُ لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ شَيْبَةَ قَالَ: أَخْبَرَنِي ابْنُ أَبِي الْفُدَيْكِ، عَنْ كَثِيرِ بْنِ زَيْدٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ قَالَ: مَا سَمِعْتُ عَبْدَ اللهِ لاَعِنًا أَحَدًا قَطُّ، لَيْسَ إِنْسَانًا. وَكَانَ سَالِمٌ يَقُولُ: قَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: لاَ يَنْبَغِي لِلْمُؤْمِنِ أَنْ يَكُونَ لَعَّانًا.
