আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৩০৮
১৪৪- সচ্চরিত্র হওয়ার জন্য আল্লাহর নিকট দুআ করা
৩০৮। হযরত ইয়াযীদ ইব্ন বাবানুস (রাযিঃ) বলেন, আমরা একদা হযরত আয়েশা (রাযিঃ)-এর নিকট উপস্থিত হইলাম এবং বলিলামঃ হে মু’মিন জননী! রাসূলুল্লাহ্ (ﷺ)-এর চরিত্র (বৈশিষ্ট্য) কি ছিল ? তিনি বলিলেনঃ কুরআনই ছিল তাঁহার চরিত্র। আপনারা সূরা মু’মিনও পড়িয়া থাকিবেন। বলিলেনঃ একটু পড়ুন তোঃ *** ইয়াযীদ বলেন, তখন আমি পড়িলাম, *** পর্যন্ত [২৩: মু’মিনুনঃ ১০৫]। তিনি বলিলেনঃ উহাই ছিল রাসূলুল্লাহ্ (ﷺ)-এর চরিত্র।
حَدَّثَنَا عَبْدُ السَّلامِ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرٌ، عَنْ أَبِي عِمْرَانَ، عَنْ يَزِيدَ بْنِ بَابَنُوسَ قَالَ: دَخَلْنَا عَلَى عَائِشَةَ فَقُلْنَا: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، مَا كَانَ خُلُقُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم؟ قَالَتْ: كَانَ خُلُقُهُ الْقُرْآنَ، تَقْرَؤُونَ سُورَةَ الْمُؤْمِنِينَ؟ قَالَتِ: اقْرَأْ: (قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ)، قَالَ يَزِيدُ: فَقَرَأْتُ: (قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ) إِلَى (لِفُرُوجِهِمْ حَافِظُونَ)، قَالَتْ: هَكَذَا كَانَ خُلُقُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم.
