আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৬১
৮৩- অসদ্ব্যবহার।
১৬১. হযরত হাসান (রাযিঃ) হইতে বর্ণিত আছে যে, এক ব্যক্তি তাহার গােলামকে উটে করিয়া কূপ হইতে পানি তুলিয়া আনিতে হুকুম করিল। গােলামটি দ্রিাবিভূত হইয়া পড়িল। ইহাতে তাহার মনিব (ক্রুদ্ধ হইয়া) একটি আগুনের হঙ্কা আনিয়া তাহার মুখের উপর নিক্ষেপ করিল। গােলাম তখন কূপের মধ্যে ঝাপ দিল। পরদিন প্রত্যুষে সে হযরত উমর (রাযিঃ)-এর খেদমতে হাযির হইল। তিনি তাহার মুখে দাগ দেখিতে পাইলেন এবং তৎক্ষণাৎ তাহাকে মুক্ত করিয়া দিলেন।
بَابُ سُوءِ الْمَلَكَةِ
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، وَحَمَّادٍ، عَنْ حَبِيبٍ، وَحُمَيْدٍ، عَنِ الْحَسَنِ أَنَّ رَجُلاً أَمَرَ غُلاَمًا لَهُ أَنْ يَسْنُوَ عَلَى بَعِيرٍ لَهُ، فَنَامَ الْغُلاَمُ، فَجَاءَ بِشُعْلَةٍ مِنْ نَارٍ فَأَلْقَاهَا فِي وَجْهِهِ، فَتَرَدَّى الْغُلاَمُ فِي بِئْرٍ، فَلَمَّا أَصْبَحَ أَتَى عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَرَأَى الَّذِي فِي وَجْهِهِ، فَأَعْتَقَهُ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান