আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১৬০
৮৩- অসদ্ব্যবহার।
১৬০. ইব্ন হানী বলেন, আমি হযরত আবু উমামা (রাযিঃ)-কে বলতে শুনিয়াছিঃ (কুরআনে বর্ণিত) ‘কানুদ’ বা আল্লাহর নিয়ামতসমূহের প্রতি অকৃতজ্ঞ হইতেছে সেই ব্যক্তি, যে তাহার দান-খয়রাত বন্ধ রাখে, একাকীত্ব বরণ করে এবং দাসকে প্রহার করে।
بَابُ سُوءِ الْمَلَكَةِ
حَدَّثَنَا عِصَامُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا حَرِيزُ بْنُ عُثْمَانَ، عَنِ ابْنِ هَانِئٍ، عَنْ أَبِي أُمَامَةَ، سَمِعْتُهُ يَقُولُ: الْكَنُودُ: الَّذِي يَمْنَعُ رِفْدَهُ، وَيَنْزِلُ وَحْدَهُ، وَيَضْرِبُ عَبْدَهُ.
