আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১২৫
৬৮- প্রতিবেশীর অভিযােগ
১২৫। হযরত আবু জুহায়ফা (রাযিঃ) বলেন ঃ একদা এক ব্যক্তি আসিয়া তাহার প্রতিবেশীর বিরুদ্ধে নবী করীম (ﷺ)-এর দরবারে অভিযােগ করিল। তিনি তাহাকে বলিলেনঃ যাও, তােমার দ্রব্য সামগ্রী উঠাইয়া রাস্তায় রাখিয়া দাও। তখন যে-ই রাস্তা অতিক্রম করিবে, সে-ই তাহাকে অভিসম্পাত দিবে। (সে ব্যক্তি তখন তাহাই করিল এবং) সত্য সত্যই রাস্তা অতিক্রমকারী প্রত্যেকেই সেই প্রতিবেশীটিকে অভিসম্পাত দিতে লাগিল। তখন সে ব্যক্তি দৌড়াইয়া গিয়া নবী করীম (ﷺ)-এর খেদমতে হাযির হইল। তিনি তখন ফরমাইলেন ঃ লােকদের নিকট তুমি কি পাইলে হে ? তিনি আবারও ফরমাইলেনঃ লােকজনের অভিসম্পাতের উপরও রহিয়াছে আল্লাহর অভিসম্পাত। অতঃপর অনুযােগকারীকে বলিলেনঃ “তােমার জন্য যথেষ্ট হইয়া গিয়াছে।” অথবা তিনি অনরূপ অন্য কোন বাক্য বলিলেন।
بَابُ شِكَايَةِ الْجَارِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَكِيمٍ الأَوْدِيُّ، قَالَ‏:‏ حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي عُمَرَ، عَنْ أَبِي جُحَيْفَةَ قَالَ‏:‏ شَكَا رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم جَارَهُ، فَقَالَ‏:‏ احْمِلْ مَتَاعَكَ فَضَعْهُ عَلَى الطَّرِيقِ، فَمَنْ مَرَّ بِهِ يَلْعَنُهُ، فَجَعَلَ كُلُّ مَنْ مَرَّ بِهِ يَلْعَنُهُ، فَجَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ‏:‏ مَا لَقِيتُ مِنَ النَّاسِ‏؟‏ فَقَالَ‏:‏ إِنَّ لَعْنَةَ اللهِ فَوْقَ لَعْنَتِهِمْ، ثُمَّ قَالَ لِلَّذِي شَكَا‏:‏ كُفِيتَ أَوْ نَحْوَهُ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১২৫ | মুসলিম বাংলা