আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১২৪
৬৮- প্রতিবেশীর অভিযােগ
১২৪। হযরত আবু হুরায়রা (রাযিঃ) রিওয়ায়েত করেন, এক ব্যক্তি (রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দরবারে আর করিলঃ ইয়া রাসূলাল্লাহ! আমার এক প্রতিবেশী আমাকে পীড়া দেয়। তিনি ফরমাইলেন ঃ যাও, তােমার গৃহ-সামগ্রী গিয়া রাস্তায় বাহির করিয়া ফেল। সে ব্যক্তি তখন ঘরে গিয়া তাহার গৃহসামগ্রী রাস্তায় বাহির করিল। ইহাতে লােকজন জড় হইয়া গেল। তাহারা জিজ্ঞাসা করিল ঃ তােমার কি হইল হে ? সে ব্যক্তি বলিল ঃ আমার একজন প্রতিবেশী আমাকে পীড়া দেয়। আমি তাহা নবী করীম (ﷺ)-এর কাছে ব্যক্ত করি। তিনি বলিলেনঃ যাও, ঘরে গিয়া তােমার গৃহসামগ্রী রাস্তায় বাহির কর। তখন তাহারা সেই প্রতিবেশীটিকে ধিক্ দিতে দিতে বলিতে লাগিল-“আল্লাহ! উহার উপর তােমার অভিসম্পাত হউক। আল্লাহ্, উহাকে অপমানিত ও লাঞ্ছিত কর! এই কথাটি সেই প্রতিবেশীটর কানেও গেল এবং সে সেখানে আসিয়া উপস্থিত হইল। সে তখন বলিল-“তুমি তােমার ঘরে ফিরিয়া যাও। আল্লাহর কসম! আর কখনাে আমি তােমাকে পীড়া দিব না।”
بَابُ شِكَايَةِ الْجَارِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ، قَالَ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَجْلاَنَ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ، إِنَّ لِي جَارًا يُؤْذِينِي، فَقَالَ: انْطَلِقْ فَأَخْرِجْ مَتَاعَكَ إِلَى الطَّرِيقِ، فَانْطَلَقَ فَأَخْرِجَ مَتَاعَهُ، فَاجْتَمَعَ النَّاسُ عَلَيْهِ، فَقَالُوا: مَا شَأْنُكَ؟ قَالَ: لِي جَارٌ يُؤْذِينِي، فَذَكَرْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم، فَقَالَ: انْطَلِقْ فَأَخْرِجْ مَتَاعَكَ إِلَى الطَّرِيقِ، فَجَعَلُوا يَقُولُونَ: اللَّهُمَّ الْعَنْهُ، اللَّهُمَّ أَخْزِهِ. فَبَلَغَهُ، فَأَتَاهُ فَقَالَ: ارْجِعْ إِلَى مَنْزِلِكَ، فَوَاللَّهِ لاَ أُؤْذِيكَ.
