আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১১১
৬০- প্রতিবেশীর জন্য যে জন দরজা বন্ধ করিয়া দেয়
১১১। হযরত আব্দুল্লাহ্ ইবন উমর (রাযিঃ) বলেন, এক সময় এমন ছিল যখন আমাদের নিকট মুসলমান ভাইয়ের চাইতে আমাদের দীনার দিরহামের যােগ্যতর হার আর কেহই ছিল না ; আর এখন এমন যুগ আসিয়াছি যখন দীনার-দিরহামই আমাদের নিকট মুসলমান ভাইয়ের চাইতে প্রিয়তর (বিবেচিত হইতেছে)! আমি নবী করীম (ﷺ)-কে বলতে শুনিয়াছি ও অনেক প্রতিবেশী কিয়ামতের দিন তাহার প্রতিবেশীকে পাড়াও (অভিযুক্ত) করিবে এবং (আল্লাহর দরবারে নালিশ করিয়া) বলিবে-“প্রভূ ! এই ব্যক্তি আমার জন্য তাহার দ্বারা রুদ্ধ রাখিয়াছিল এবং আমাকে তাহার প্রতিবেশীসুলভ সদ্ব্যবহার হইতে বঞ্চিত করিয়াছিল।”
بَابُ مَنْ أَغْلَقَ الْبَابَ عَلَى الْجَارِ
حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ، عَنْ لَيْثٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: لَقَدْ أَتَى عَلَيْنَا زَمَانٌ، أَوْ قَالَ: حِينٌ، وَمَا أَحَدٌ أَحَقُّ بِدِينَارِهِ وَدِرْهَمِهِ مِنْ أَخِيهِ الْمُسْلِمِ، ثُمَّ الْآنَ الدِّينَارُ وَالدِّرْهَمُ أَحَبُّ إِلَى أَحَدِنَا مِنْ أَخِيهِ الْمُسْلِمِ، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ: كَمْ مِنْ جَارٍ مُتَعَلِّقٌ بِجَارِهِ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ: يَا رَبِّ، هَذَا أَغْلَقَ بَابَهُ دُونِي، فَمَنَعَ مَعْرُوفَهُ.
