আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৯৩
৫১- সন্তানের প্রতি পিতার সদ্ব্যবহার ও আদব শিক্ষা দান
৯৩। হযরত নুমান ইবন বাশীর (রাযিঃ) বলেন যে, একদা তাঁহার পিতা তাহাকে কোলে করিয়া রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সমীপে উপস্থিত হইলেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে লক্ষ্য করিয়া বলিলেনঃ ইয়া রাসূলাল্লাহু আমি আপনাকে একথার সাক্ষ্য রাখিতেছি যে, আমি নু'মানকে অমুক অমুক বস্তু দান করিলাম। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইলেন ঃ তােমার সব সন্তানকেই কি দান করিয়াছি ? তিনি বলিলেনঃ জ্বী না । ফরমাইলেন ঃ তাহা হইলে তুমি অন্য কাহাকেও সাক্ষী কর ! অতঃপর ফরমাইলেন ঃ তুমি কি চাওনা যে তােমার সকল সন্তানই তােমার সহিত সমানভাবে ঘনিষ্ঠ আচরণ (সদ্ব্যবহার) করুক? তিনি বলিলেন ঃ
নিশ্চয়। ফরমাইলেন ঃ তাহা হইলে এমনটি করিও না। ইমাম বুখারী (রাহঃ) বলেনঃ নবী করীম (ﷺ)-এ বক্তব্যে বাশীর (রাযিঃ)-কে অপর কোন ব্যক্তিকে সাক্ষী রাখিবার অনুমতি ব্যক্ত করা হয় নাই।
بَابُ أَدَبِ الْوَالِدِ وَبِرِّهِ لِوَلَدِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا عَبْدُ الأَعْلَى بْنُ عَبْدِ الأَعْلَى الْقُرَشِيُّ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدَ، عَنْ عَامِرٍ، أَنَّ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ حَدَّثَهُ، أَنَّ أَبَاهُ انْطَلَقَ بِهِ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم يَحْمِلُهُ فَقَالَ‏:‏ يَا رَسُولَ اللهِ، إِنِّي أُشْهِدُكَ أَنِّي قَدْ نَحَلْتُ النُّعْمَانَ كَذَا وَكَذَا، فَقَالَ‏:‏ أَكُلَّ وَلَدَكَ نَحَلْتَ‏؟‏ قَالَ‏:‏ لاَ، قَالَ‏:‏ فَأَشْهِدْ غَيْرِي، ثُمَّ قَالَ‏:‏ أَلَيْسَ يَسُرُّكَ أَنْ يَكُونُوا فِي الْبِرِّ سَوَاءً‏؟‏ قَالَ‏:‏ بَلَى، قَالَ‏:‏ فَلاَ إِذًا‏.‏

হাদীসের ব্যাখ্যা:

সন্তানের প্রতি সদ্ব্যবহারও দান-দক্ষিণায় সমতা রক্ষা করা একটি জরুরী ব্যাপার। অন্যথায় অবাঞ্ছিত পরিস্থিতির উদ্ভব হয়। নানা কারণে কোন একটি সন্তান পিতামাতার কাছে অধিকতর প্রিয় হইতেও পারে, তবে তাহা কেবল অন্তরের মধ্যেই সীমাবদ্ধ থাকে ব্যবহারে তাহার প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন অন্য সন্তানদিগকে উপেক্ষারই শামিল। আর এই উপেক্ষা মােটেই বাঞ্ছনীয় নহে। বুখারী এবং মুসলিম শরীফে এই হাদীসখানা আরও বিস্তারিতভাবে উদ্ধৃত হইয়াছে। তাহাতে শেষ কথা উদ্ধৃত হইয়াছে এইভাবেঃ
لا اشهد على جور
“আমি একটি অবিচারের সাক্ষী হইতে পারি না।” মুসলিম শরীফে হযরত জাবির (রা)-এর প্রমুখাৎ যে রিওয়ায়েত বর্ণিত হইয়াছে, উহাতে রাসূলুল্লাহ্ (সা)-এর উক্তি উদ্ধৃত হইয়াছে এইভাবেঃ
إني لا اشهد إلا على الحق
“আমি তাে হক ছাড়া অন্য কোন ব্যাপারের সাক্ষী হইতে পারি না!”
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৯৩ | মুসলিম বাংলা