আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৯৪
৫২- সন্তানের প্রতি পিতার সদ্ব্যবহার
৯৪। হযরত ইবন উমর (রাযিঃ) বলেন ঃ আল্লাহ্ তা'আলা তাহাদিগকে আার' বা সদাচারী বলিয়া অভিহিত করিয়াছেন। কেননা তাহারা তাহাদের পিতাগণও পুত্রদের প্রতি সদ্ব্যবহার করিয়াছেন। যেমনঃ তােমার পিতার তােমার উপর হক আছে, তেমনি হক আছে তােমার পুত্রের ও তােমার উপর।
بَابُ بِرِّ الأَبِ لِوَلَدِهِ
حَدَّثَنَا ابْنُ مَخْلَدٍ، عَنْ عِيسَى بْنِ يُونُسَ، عَنِ الْوَصَّافِيِّ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: إِنَّمَا سَمَّاهُمُ اللَّهُ أَبْرَارًا، لأَنَّهُمْ بَرُّوا الْآبَاءَ وَالأَبْنَاءَ، كَمَا أَنَّ لِوَالِدِكَ عَلَيْكَ حَقًّا، كَذَلِكَ لِوَلَدِكَ عَلَيْكَ حَقٌّ.
