আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৮৫
৪৫- সন্তানই মানুষকে কৃপণ ও ভীরু করে
৮৫। ইবন আবু নি'আম বলেন, আমি তখন হযরত আব্দুল্লাহ্ ইবন উমর (রাযিঃ)-এর সম্মুখে উপস্থিত ছিলাম যখন এক ব্যক্তি আসিয়া তাহাকে মশা মারিলে (ইহরাম অবস্থায়) তাহার প্রতিবিধান কি করিয়া করিতে হয়, তাহা জিজ্ঞাসা করিলেন ঃ তােমার বাড়ী কোথায় হে? সে ব্যাক্তি বলিল ঃ ইরাকে। তখন তিনি বলিলেন ঃ দেখ, লােকটি মশা মারিলে তাহার প্রতিবিধান কি জানিতে চাহিতেছে ; অথচ উহারা নবী করীম (ﷺ)-এর সেই প্রিয় বংশধরকে হত্যা করিয়াছে-যাহাদের সম্পর্কে আমি নবী করীম (ﷺ)-কে বলিতে শুনিয়াছি ও উহারা দুইজন আমার পার্থিব জীবনের দুইটি ফুল স্বরূপ।
بَابُ الْوَلَدُ مَبْخَلَةٌ مَجْبَنَةٌ
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي يَعْقُوبَ، عَنِ ابْنِ أَبِي نُعْمٍ قَالَ: كُنْتُ شَاهِدًا ابْنَ عُمَرَ إِذْ سَأَلَهُ رَجُلٌ عَنْ دَمِ الْبَعُوضَةِ؟ فَقَالَ: مِمَّنْ أَنْتَ؟ فَقَالَ: مِنْ أَهْلِ الْعِرَاقِ، فَقَالَ: انْظُرُوا إِلَى هَذَا، يَسْأَلُنِي عَنْ دَمِ الْبَعُوضَةِ، وَقَدْ قَتَلُوا ابْنَ النَّبِيِّ صلى الله عليه وسلم، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ: هُمَا رَيْحَانَيَّ مِنَ الدُّنْيَا.
হাদীসের ব্যাখ্যা:
বাহ্যত এই দুইটি বর্ণনারই শিরােনামের সাথে কোনই মিল দেখা যাইতেছে না। সন্তান যে মানুষের খুবই প্রিয় হয়, উহাই কেবল প্রতিপন্ন হইতেছে। উক্ত শিরােনামের সহিত সঙ্গতিপূর্ণ একটি রিওয়ায়েত তিরমিযী শরীফে হযরত খাওলা বিনতে হাকীমের প্রমুখাৎ বর্ণিত হইয়াছে, তাহা হইল ঃ
একদা নবী (সা) বাটীর বাহিরে আসিলেন। হাসন-হুসায়ন (রা)-এর একজন তখন তাহার ক্রোড়ে ছিলেন। নবী (সা) তাঁহাকে লক্ষ্য করিয়া বলিতেছিলেনঃ “তােমাদের সহিত কার্পণ্য করা হয়, ভীরুতা প্রদর্শিত হয়। গােয়ার্তুমি করা হয়। অথচ নিঃসন্দেহে তােমরা হইতেছ আল্লাহর সুরভিত পুষ্পস্বরূপ। সম্ভবত এই হাদীসে সন্তান হত্যা ও সন্তানের প্রতি পাষণ্ড পিতাদের দুর্ব্যবহারের দিকে ইঙ্গিত করা হইয়াছে। আবূ ইয়ালা হযরত আবু সাঈদ (রা)-এর একটি রিওয়ায়েত এই মধ্যে উদ্ধৃত করিয়াছেন যাহাতে বলা হইয়াছেঃ -“সন্তান হইতেছে কলিজার টুকরা । অথচ সেই হইতেছে মানুষের সমূহ ভীরুতা কার্পণ্য এবং দুঃশ্চিন্তার কারণ। অর্থাৎ সন্তানের দিকে চাহিয়াই লােক ভীরু, কাপুরুষ ও কৃপণ হইয়া যায় ।
একদা নবী (সা) বাটীর বাহিরে আসিলেন। হাসন-হুসায়ন (রা)-এর একজন তখন তাহার ক্রোড়ে ছিলেন। নবী (সা) তাঁহাকে লক্ষ্য করিয়া বলিতেছিলেনঃ “তােমাদের সহিত কার্পণ্য করা হয়, ভীরুতা প্রদর্শিত হয়। গােয়ার্তুমি করা হয়। অথচ নিঃসন্দেহে তােমরা হইতেছ আল্লাহর সুরভিত পুষ্পস্বরূপ। সম্ভবত এই হাদীসে সন্তান হত্যা ও সন্তানের প্রতি পাষণ্ড পিতাদের দুর্ব্যবহারের দিকে ইঙ্গিত করা হইয়াছে। আবূ ইয়ালা হযরত আবু সাঈদ (রা)-এর একটি রিওয়ায়েত এই মধ্যে উদ্ধৃত করিয়াছেন যাহাতে বলা হইয়াছেঃ -“সন্তান হইতেছে কলিজার টুকরা । অথচ সেই হইতেছে মানুষের সমূহ ভীরুতা কার্পণ্য এবং দুঃশ্চিন্তার কারণ। অর্থাৎ সন্তানের দিকে চাহিয়াই লােক ভীরু, কাপুরুষ ও কৃপণ হইয়া যায় ।
