আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৮৬
৪৬- শিশুকে কাঁধে উঠাননা
৮৬। হযরত বারা (রাযিঃ) বলেন ঃ আমি নবী করীম (ﷺ)-কে দেখিয়াছি এমন অবস্থায় যখন হাসান তাঁহার প্রতি আল্লাহর আশীর্বাদ হউক তাহার কাঁধের উপর আসীন আর তিনি তখন বলিতেছেন-“প্রভু! আমি ইহাকে ভালবাসি, তুমিও তাহাকে ভালবাসিও।”
بَابُ حَمْلِ الصَّبِيِّ عَلَى الْعَاتِقِ
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ قَالَ‏:‏ سَمِعْتُ الْبَرَاءَ يَقُولُ‏:‏ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَالْحَسَنُ صَلَوَاتُ اللهِ عَلَيْهِ عَلَى عَاتِقِهِ، وَهُوَ يَقُولُ‏:‏ اللَّهُمَّ، إِنِّي أُحِبُّهُ فَأَحِبَّهُ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৮৬ | মুসলিম বাংলা