আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৬১
৩০- ঘনিষ্ঠতর জনের সহিত ঘনিষ্ঠতর আচরণ
৬১। হযরত উসমানের গােলাম আবু আইয়ূব সুলাইমান বলেন, একদা হযরত আবু হুরায়রা (রাযিঃ) বৃহস্পতিবারের সন্ধ্যাবেলা আমার এখানে আসিলেন এবং বলিলেন ও আত্মীয়তা ছেদনকারীকে আমি ভালবাসি না। এমন কেহ থাকিলে সে যেন এখান হইতে সরিয়া পড়ে। তখন কেহ মজলিস হইতে সরিল না। তিনি তিনবার একথা বলিলেন। (একথা শােনার পর) জনৈক যুবক তাহার ফুফুর কাছে গিয়া উপস্থিত হইল-যে ফুফুর সহিত দুই বৎসরের অধিক কাল সে সম্পর্ক ছিন্ন করিয়া রাখিয়াছিল। তাহার ফুফু তখন তাহাকে জিজ্ঞাসা করিল, ভ্রাতুস্পুত্র! তুমি হঠাৎ কি মনে করিয়া ? যুবকটি বলিলঃ আমি আবু হুরায়রা (রাযিঃ)-কে এরূপ বলিতে শুনিলাম। তখন সে বলিল, আচ্ছা, পুনরায় হুরায়রার কাছে যাও এবং জিজ্ঞাসা কর, কেন তিনি বলিলেন ? জবাবে তিনি বলিলেন ঃ আমি নবী করীম (ﷺ)-কে বলিতে শুনিয়াছি ঃ আদম সন্তানের আমলসমূহ আল্লাহর সমীপে প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে পেশ করা হয়, তখন কোন আত্মীয়তা ছেদনকারী ব্যক্তির আমল গৃহীত হয় না।
بَابُ بِرِّ الأَقْرَبِ فَالأَقْرَبِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ‏:‏ حَدَّثَنَا الْخَزْرَجُ بْنُ عُثْمَانَ أَبُو الْخَطَّابِ السَّعْدِيُّ، قَالَ‏:‏ أَخْبَرَنَا أَبُو أَيُّوبَ سُلَيْمَانُ مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ قَالَ‏:‏ جَاءَنَا أَبُو هُرَيْرَةَ عَشِيَّةَ الْخَمِيسِ لَيْلَةَ الْجُمُعَةِ فَقَالَ‏:‏ أُحَرِّجُ عَلَى كُلِّ قَاطِعِ رَحِمٍ لَمَا قَامَ مِنْ عِنْدِنَا، فَلَمْ يَقُمْ أَحَدٌ حَتَّى قَالَ ثَلاَثًا، فَأَتَى فَتًى عَمَّةً لَهُ قَدْ صَرَمَهَا مُنْذُ سَنَتَيْنِ، فَدَخَلَ عَلَيْهَا، فَقَالَتْ لَهُ‏:‏ يَا ابْنَ أَخِي، مَا جَاءَ بِكَ‏؟‏ قَالَ‏:‏ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ كَذَا وَكَذَا، قَالَتِ‏:‏ ارْجِعْ إِلَيْهِ فَسَلْهُ‏:‏ لِمَ قَالَ ذَاكَ‏؟‏ قَالَ‏:‏ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ إِنَّ أَعْمَالَ بَنِي آدَمَ تُعْرَضُ عَلَى اللهِ تَبَارَكَ وَتَعَالَى عَشِيَّةَ كُلِّ خَمِيسٍ لَيْلَةَ الْجُمُعَةِ، فَلاَ يَقْبَلُ عَمَلَ قَاطِعِ رَحِمٍ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৬১ | মুসলিম বাংলা