আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৬০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩০- ঘনিষ্ঠতর জনের সহিত ঘনিষ্ঠতর আচরণ
৬০। হযরত মিকদাম ইব্ন মাদী কারাব (রাযিঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছেন, আল্লাহ্ তা'আলা তােমাদিগকে তােমাদের মাতাদিগের (সহিত সদ্ব্যবহার) সম্পর্কে উপদেশ প্রদান করেন; আবার তােমাদের মাতাদিগের সম্পর্কে তােমাদিগকে উপদেশ প্রদান করেন, অতঃপর পরবর্তী ঘনিষ্ঠতম
সম্পর্কে, অতঃপর পরবর্তী ঘনিষ্ঠজন সম্পর্কে।
সম্পর্কে, অতঃপর পরবর্তী ঘনিষ্ঠজন সম্পর্কে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ بِرِّ الأَقْرَبِ فَالأَقْرَبِ
حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ بَحِيرٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ: إِنَّ اللَّهَ يُوصِيكُمْ بِأُمَّهَاتِكُمْ، ثُمَّ يُوصِيكُمْ بِأُمَّهَاتِكُمْ، ثُمَّ يُوصِيكُمْ بِآبَائِكُمْ، ثُمَّ يُوصِيكُمْ بِالأَقْرَبِ فَالأَقْرَبِ.