আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৬০
৩০- ঘনিষ্ঠতর জনের সহিত ঘনিষ্ঠতর আচরণ
৬০। হযরত মিকদাম ইব্ন মাদী কারাব (রাযিঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছেন, আল্লাহ্ তা'আলা তােমাদিগকে তােমাদের মাতাদিগের (সহিত সদ্ব্যবহার) সম্পর্কে উপদেশ প্রদান করেন; আবার তােমাদের মাতাদিগের সম্পর্কে তােমাদিগকে উপদেশ প্রদান করেন, অতঃপর পরবর্তী ঘনিষ্ঠতম
সম্পর্কে, অতঃপর পরবর্তী ঘনিষ্ঠজন সম্পর্কে।
সম্পর্কে, অতঃপর পরবর্তী ঘনিষ্ঠজন সম্পর্কে।
بَابُ بِرِّ الأَقْرَبِ فَالأَقْرَبِ
حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ بَحِيرٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ: إِنَّ اللَّهَ يُوصِيكُمْ بِأُمَّهَاتِكُمْ، ثُمَّ يُوصِيكُمْ بِأُمَّهَاتِكُمْ، ثُمَّ يُوصِيكُمْ بِآبَائِكُمْ، ثُمَّ يُوصِيكُمْ بِالأَقْرَبِ فَالأَقْرَبِ.
