আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ২৭
১৪- পিতামাতাকে গালিগালাজ করিবে না।
২৭। হযরত আব্দুল্লাহ্ ইবন আমর (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ একটি অন্যতম কবীরা গােনাহ্ হইল ঃ পিতামাতাকে গালি দেওয়া। সাহাবীগণ বিস্ময়মাখা কণ্ঠে জিজ্ঞাসা করিলেন ঃ নিজের পিতামাতাকে কোন ব্যক্তি কেমন করিয়া গালি দিতে পারে ? ফরমাইলেন ঃ সে অন্যের পিতামাতাকে গালি দিবে, প্রত্যুত্তরে ঐ ব্যক্তি তাহার পিতামাতাকে গালি দিবে। (উহাই তাে প্রকারান্তরে তাহার নিজের পিতামাতাকে গালি দেওয়া )
بَابُ لاَ يَسُبُّ وَالِدَيْهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ قَالَ: حَدَّثَنِي سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: مِنَ الْكَبَائِرِ أَنْ يَشْتِمَ الرَّجُلُ وَالِدَيْهِ، فَقَالُوا: كَيْفَ يَشْتِمُ؟ قَالَ: يَشْتِمُ الرَّجُلَ، فَيَشْتُمُ أَبَاهُ وَأُمَّهُ.
