আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৯৫৪
আন্তর্জাতিক নং: ৩৯৫৪
পরিচ্ছেদ : শাম ও ইয়ামানের ফযীলত
৩৯৫৪। মুহাম্মাদ ইবন বাশশার (রাযিঃ)... যায়দ ইবন ছাবিত (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে ছিলাম এবং বিভিন্ন বিচ্ছিন্ন খণ্ড থেকে কুরআন সংকলিত করছিলাম। এমন সময় রাসুলুল্লাহ (ﷺ) বললেন : মুবারকবাদ ও কল্যাণ শামের জন্য।
আমরা বললাম তা কেন, হে আল্লাহর রাসূল? তিনি বললেন : কারণ, দয়াময় আল্লাহর ফিরিশতারা এর উপর তাঁদের পাখনা মেলে রাখেন। হাদীসটি হাসান-গারীব। আমরা এটিকে কেবল ইয়াহইয়া ইবন আযাব (রাহঃ)-এর রিওয়ায়াত হিসাবেই জানি।
আমরা বললাম তা কেন, হে আল্লাহর রাসূল? তিনি বললেন : কারণ, দয়াময় আল্লাহর ফিরিশতারা এর উপর তাঁদের পাখনা মেলে রাখেন। হাদীসটি হাসান-গারীব। আমরা এটিকে কেবল ইয়াহইয়া ইবন আযাব (রাহঃ)-এর রিওয়ায়াত হিসাবেই জানি।
باب في فضل الشام واليمن
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ أَيُّوبَ، يُحَدِّثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِمَاسَةَ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ: كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نُؤَلِّفُ القُرْآنَ مِنَ الرِّقَاعِ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: طُوبَى لِلشَّامِ، فَقُلْنَا: لأَيٍّ ذَلِكَ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: لأَنَّ مَلاَئِكَةَ الرَّحْمَنِ بَاسِطَةٌ أَجْنِحَتَهَا عَلَيْهَا.
هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ يَحْيَى بْنِ أَيُّوبَ
هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ يَحْيَى بْنِ أَيُّوبَ


বর্ণনাকারী: