আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৯৫৩
আন্তর্জাতিক নং: ৩৯৫৩
পরিচ্ছেদ : শাম ও ইয়ামানের ফযীলত
৩৯৫৩। বিশর ইব্‌ন আদাম ইব্‌ন বিনতি আযহার সাম্মান (রাহঃ)... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : হে আল্লাহ্! তুমি বরকত দাও আমাদের শামে, বরকত দাও আমাদের ইয়ামানে।

লোকেরা বলল : আমাদের নজদে?

তিনি বললেন ঃ হে আল্লাহ্! তুমি বরকত দাও আমাদের শামে, বরকত দাও আমাদের ইয়ামানে। লোকেরা বলল : আর আমাদের নজদে?

তিনি বললেন ঃ সেখানে তো ভূকম্পন, ফিতনা এবং সেখান থেকেই বের হয় শয়তানের শিং। ইব্‌ন আওন বর্ণিত রিওয়ায়াত হিসাবে হাদীসটি এ সূত্রে হাসান-সাহীহ-গারীব ।

এ হাদীসটি সালিম ইব্‌ন আব্দুল্লাহ ইবন উমার-তার পিতা আব্দুল্লাহ উমার (রাযিঃ) সূত্রেও নবী (ﷺ) থেকে বর্ণিত আছে।
بَابٌ في فضل الشام واليمن
حَدَّثَنَا بِشْرُ بْنُ آدَمَ ابْنُ ابْنَةِ أَزْهَرَ السَّمَّانِ قَالَ: حَدَّثَنِي جَدِّي أَزْهَرُ السَّمَّانُ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا، اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي يَمَنِنَا. قَالُوا: وَفِي نَجْدِنَا. فَقَالَ: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا، وَبَارِكْ لَنَا فِي يَمَنِنَا. قَالُوا: وَفِي نَجْدِنَا. قَالَ: هُنَالِكَ الزَّلاَزِلُ وَالْفِتَنُ، وَبِهَا، أَوْ قَالَ: مِنْهَا يَخْرُجُ قَرْنُ الشَّيْطَانِ.
هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ ابْنِ عَوْنٍ.
وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ أَيْضًا عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
জামে' তিরমিযী - হাদীস নং ৩৯৫৩ | মুসলিম বাংলা