আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬- তায়াম্মুমের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৪৩
২৩৭। মুখমণ্ডলে ও হস্তদ্বয়ে তায়াম্মুম করা
৩৩৬। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... ইবনে আব্দুর রহমান ইবনে আবযা তাঁর পিতা (আব্দুর রহমান) থেকে বর্ণনা করেন যে, আম্মার (রাযিঃ) বলেছেনঃ রাসূল (ﷺ) মাটিতে হাত মারলেন এবং তাঁর চেহারা ও হস্তদ্বয় মাসাহ করলেন।


বর্ণনাকারী: