আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৯৪৫
আন্তর্জাতিক নং: ৩৯৪৫
পরিচ্ছেদ ঃ ছাকীফ ও বানূ হানীফা প্রসঙ্গে
৩৯৪৫। আহমদ ইবন মানী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, জনৈক বেদুঈন রাসূলুল্লাহ্ (ﷺ) -কে একটি বাচ্চা উটনী হাদিয়া দেয়। তিনি তাকে এর বদলায় ছয়টি বাচ্চা উটনী দান করেন। কিন্তু তাতেও সে অসন্তুষ্টি প্রকাশ করে। বিষয়টি নবী (ﷺ) -এর কাছে পৌঁছলে তিনি আল্লাহর প্রশংসা করেন। এরপর তিনি বললেন : অমুক আমাকে একটি উটনী হাদিয়া দিয়েছিল। আমি এর বদলায় তাকে ছয়টি বাচ্চা উটনী প্রদান করি। এরপরও সে অসন্তুষ্ট। আমি ইচ্ছা করেছি যে, কুরায়শী, আনসারী, ছাকাফী বা দাওসী ছাড়া আর কারো হাদিয়া গ্রহণ করব না ।

হাদীসটিতে এর চাইতেও বেশী কথা রয়েছে । আবু হুরায়রা (রাযিঃ) থেকে এটি অন্য সূত্রেও বর্ণিত আছে। ইয়াযীদ ইব্‌ন হারুন (রাহঃ) রিওয়ায়াত করেছেন


আযাব আবুল আলা (রাহঃ) থেকে। ইনি হলেন আয়ূব ইব্‌ন মিসকীন। তিনি ইব্‌ন আবু মিসকীন বলেও কথিত যে হাদীসটি আয়ূব-সাঈদ মাকবারী (রাহঃ) সূত্রে বর্ণিত, এ আয়ূব হলেন আবুল আলা । তিনিই হলেন আয়ূব ইব্‌ন মিসকীন। তিনি আয়ূব ইব্‌ন আবু মিসকীন (রাহঃ) বলেও কথিত।
باب في ثقيف وبني حنيفة
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنِي أَيُّوبُ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ أَعْرَابِيًّا أَهْدَى لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَكْرَةً فَعَوَّضَهُ مِنْهَا سِتَّ بَكَرَاتٍ فَتَسَخَّطَهَا، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ: «إِنَّ فُلَانًا أَهْدَى إِلَيَّ نَاقَةً فَعَوَّضْتُهُ مِنْهَا سِتَّ بَكَرَاتٍ فَظَلَّ سَاخِطًا، لَقَدْ هَمَمْتُ أَنْ لَا أَقْبَلَ هَدِيَّةً إِلَّا مِنْ قُرَشِيٍّ أَوْ أَنْصَارِيٍّ أَوْ ثَقَفِيٍّ أَوْ دَوْسِيٍّ» وَفِي الْحَدِيثِ كَلَامٌ أَكْثَرُ مِنْ هَذَا. هَذَا حَدِيثٌ قَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ. وَيَزِيدُ بْنُ هَارُونَ يَرْوِي عَنْ أَيُّوبَ أَبِي الْعَلَاءِ وَهُوَ أَيُّوبُ بْنُ مِسْكِينٍ وَيُقَالُ: ابْنُ أَبِي مِسْكِينٍ، وَلَعَلَّ هَذَا الْحَدِيثَ الَّذِي رُوِيَ عَنْ أَيُّوبَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ هُوَ: أَيُّوبُ أَبُو العَلَاءِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ৩৯৪৫ | মুসলিম বাংলা