আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৯৪৪
আন্তর্জাতিক নং: ৩৯৪৪
পরিচ্ছেদ ঃ ছাকীফ ও বানূ হানীফা প্রসঙ্গে
৩৯৪৫। আলী ইব্ন হুজর (রাহঃ)... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : ছাকীফ গোত্রে একজন অতিকায় মিথ্যাবাদী এবং একজন যালিম রয়েছে।
. আব্দুর রহমান ইব্ন ওয়াকিদ (রাহঃ)... শরীক (রাহঃ) সূত্রে উক্ত সনদে অনুরূপ বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবন আসিম (রাহঃ), এর উপনাম হল আৰু উপতয়ান । তিনি হলেন না।
এ হাদীসটি গারীব । শরীক (রাহঃ) এর সূ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। শরীক (রাহঃ) তাঁর সনদে আব্দুল্লাহ ইব্ন আসিম (রাহঃ) বলে উল্লেখ করেছেন। ইসরাঈল (রাহঃ)-ও এ শায়খ থেকেই হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তিনি তাঁকে আব্দুল্লাহ ইবন উসমা বলে উল্লেখ করেছেন।
এ বিষয়ে আসমা বিনত আব বকর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
. আব্দুর রহমান ইব্ন ওয়াকিদ (রাহঃ)... শরীক (রাহঃ) সূত্রে উক্ত সনদে অনুরূপ বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবন আসিম (রাহঃ), এর উপনাম হল আৰু উপতয়ান । তিনি হলেন না।
এ হাদীসটি গারীব । শরীক (রাহঃ) এর সূ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। শরীক (রাহঃ) তাঁর সনদে আব্দুল্লাহ ইব্ন আসিম (রাহঃ) বলে উল্লেখ করেছেন। ইসরাঈল (রাহঃ)-ও এ শায়খ থেকেই হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তিনি তাঁকে আব্দুল্লাহ ইবন উসমা বলে উল্লেখ করেছেন।
এ বিষয়ে আসমা বিনত আব বকর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
باب في ثقيف وبني حنيفة
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا الفَضْلُ بْنُ مُوسَى، عَنْ شَرِيكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُصْمٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فِي ثَقِيفٍ كَذَّابٌ وَمُبِيرٌ» حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ وَاقِدٍ قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ. «وَعَبْدُ اللَّهِ بْنُ عُصْمٍ يُكْنَى أَبَا عُلْوَانَ، وَهُوَ كُوفِيٌّ».: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ شَرِيكٍ»، " وَشَرِيكٌ يَقُولُ: عَبْدُ اللَّهِ بْنُ عُصْمٍ، وَإِسْرَائِيلُ يَرْوِي عَنْ هَذَا الشَّيْخِ وَيَقُولُ: عَبْدُ اللَّهِ بْنُ عِصْمَةَ " وَفِي البَابِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ
