আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৯৪২
আন্তর্জাতিক নং: ৩৯৪২
পরিচ্ছেদ ঃ ছাকীফ ও বানূ হানীফা প্রসঙ্গে
৩৯৪২। আবু সালামা ইয়াহ্ইয়া ইবন খালাফ (রাহঃ)... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ সাহাবীগণ বললেন : ইয়া রাসূলাল্লাহ্! বানূ ছাকীফের তীর আমাদের জ্বালিয়ে দিয়েছে। আল্লাহর কাছে এদের উপর বদ-দু'আ করুন।
তিনি বললেন ঃ হে আল্লাহ্! বানু ছাকীফকে হিদায়াত করুন।
হাদীসটি হাসান-সাহীহ-গারীব।
তিনি বললেন ঃ হে আল্লাহ্! বানু ছাকীফকে হিদায়াত করুন।
হাদীসটি হাসান-সাহীহ-গারীব।
بَابٌ فِي ثَقِيفٍ وَبَنِي حَنِيفَةَ
حَدَّثَنَا أَبُو سَلَمَةَ يَحْيَى بْنُ خَلَفٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللَّهِ أَخْرَقَتْنَا نِبَالُ ثَقِيفٍ فَادْعُ اللَّهَ عَلَيْهِمْ. قَالَ: «اللَّهُمَّ اهْدِ ثَقِيفًا»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»
