আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৯৪১
আন্তর্জাতিক নং: ৩৯৪১
পরিচ্ছেদঃ গিফার, আসলাম, জুহায়না এবং মুযায়না গোত্রের ফযীলত
৩৯৪১। আলী ইব্ন হুজর (রাহঃ)... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আসলামকে আল্লাহ্ তা'আলা নিরাপদ রাখুন ও গিফারকে আল্লাহ্ মাগফিরাত দান করুন। আর উসায়্যা তো আল্লাহ্ ও তাঁর রাসূলের নাফরামানী করেছে। হাদীসটি হাসান-সাহীহ।
باب في غفار وأسلم وجهينة ومزينة
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَسْلَمُ سَالَمَهَا اللَّهُ، وَغِفَارٌ غَفَرَ اللَّهُ لَهَا، وَعُصَيَّةُ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
