আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৯২৪
আন্তর্জাতিক নং: ৩৯২৪
পরিচ্ছেদ : মদীনা মুনাওয়ারার ফযীলত
৩৯২৪। মাহমুদ ইব্‌ন গায়লান (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মদীনার বিপদ-আপদ এবং এর অভাব-অনটনের উপর ধৈর্য ধরে থাকবে, আমি কিয়ামত দিবসে আবশ্যই তার জন্য সুপারিশকারী এবং সাক্ষী হব।

এ বিষয়ে আবু সাঈদ, সুফিয়ান ইবন যুহায়র এবং সাবিয়া আসলামিয়্যা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদীসটি এ সূত্রে হাসান-গারীব।

বর্ণনাকারী সালিহ ইব্‌ন আবু সালিহ (রাহঃ) হলেন সূহায়ল ইব্‌ন আবু সালিহ (রাহঃ)-এর ভাই ।
باب في فضل المدينة
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا الفَضْلُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ صَالِحِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَصْبِرُ عَلَى لَأْوَاءِ المَدِينَةِ وَشِدَّتِهَا أَحَدٌ إِلَّا كُنْتُ لَهُ شَفِيعًا أَوْ شَهِيدًا يَوْمَ القِيَامَةِ» وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ. وَصَالِحُ بْنُ أَبِي صَالِحٍ أَخُو سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
জামে' তিরমিযী - হাদীস নং ৩৯২৪ | মুসলিম বাংলা