আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৯২৩
আন্তর্জাতিক নং: ৩৯২৩
পরিচ্ছেদ : মদীনা মুনাওয়ারার ফযীলত
৩৯২৩। হুসায়ন ইব্ন হুরায়ছ (রাহঃ)... জারীর ইবন আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি লছেন : আল্লাহ্ তা'আলা আমাকে ওয়াহীর মাধ্যমে জানিয়েছেন যে, এই তিনটি নগরীর যেটিতেই তুমি অবতরণ করবে, সেটিই হবে তোমার হিজরাত স্থল : মাদীনা, বাহরায়ন, কিন্নসরীন।
হাদীসটি গারীব। ফযল ইব্ন মুসা (রাহঃ)-এর রিওয়ায়াত ব্যতীত এটি সম্পর্কে কিছু জানি না। এটির বর্ণনায় আবু আমির (রাহঃ) একক ৷
হাদীসটি গারীব। ফযল ইব্ন মুসা (রাহঃ)-এর রিওয়ায়াত ব্যতীত এটি সম্পর্কে কিছু জানি না। এটির বর্ণনায় আবু আমির (রাহঃ) একক ৷
باب في فضل المدينة
حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا الفَضْلُ بْنُ مُوسَى، عَنْ عِيسَى بْنِ عُبَيْدٍ، عَنْ غَيْلَانَ بْنِ عَبْدِ اللَّهِ العَامِرِيِّ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ اللَّهَ أَوْحَى إِلَيَّ: أَيَّ هَؤُلَاءِ الثَّلَاثَةِ نَزَلْتَ فَهِيَ دَارُ هِجْرَتِكَ: المَدِينَةَ، أَوِ البَحْرَيْنِ، أَوْ قِنَّسْرِينَ " [ص:722] هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ الفَضْلِ بْنِ مُوسَى تفرد به ابو عامر
