আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৯২১
আন্তর্জাতিক নং: ৩৯২১
পরিচ্ছেদ : মদীনা মুনাওয়ারার ফযীলত
৩৯২১। আনসারী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলতেন : মদীনায় যদি হরিণও বিচরণ করতে আমি দেখতে পাই, তবুও সেটিকে আমি শংকিত করি না। কারণ, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ এর দুই লাবা'-র মধ্যবর্তী অঞ্চলটি নিষিদ্ধ (হারাম) অঞ্চল ।
এ বিষয়ে সা'দ, আব্দুল্লাহ ইব্ন যায়দ, আনাস, আবু আয়ূব, যায়দ ইব্ন ছাবিত, রাফি' ইবন খাদী, সাহল ইব্ন হুনায়ফ (রাযিঃ) ও জাবির থেকেও অনুরূপ হাদীস বর্ণিত আছে ।
আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সাহীহ ৷
এ বিষয়ে সা'দ, আব্দুল্লাহ ইব্ন যায়দ, আনাস, আবু আয়ূব, যায়দ ইব্ন ছাবিত, রাফি' ইবন খাদী, সাহল ইব্ন হুনায়ফ (রাযিঃ) ও জাবির থেকেও অনুরূপ হাদীস বর্ণিত আছে ।
আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সাহীহ ৷
باب في فضل المدينة
حَدَّثَنَا الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، ح وحَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ كَانَ يَقُولُ: لَوْ رَأَيْتُ الظِّبَاءَ تَرْتَعُ بِالمَدِينَةِ مَا ذَعَرْتُهَا، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا بَيْنَ لَابَتَيْهَا حَرَامٌ» وَفِي البَابِ عَنْ سَعْدٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، وَأَنَسٍ، وَأَبِي أَيُّوبَ، وَزَيْدِ بْنِ ثَابِتٍ، وَرَافِعِ بْنِ خَدِيجٍ، وَسَهْلِ بْنِ حُنَيْفٍ وَجَابِرٍ: «حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
