আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৯২০
আন্তর্জাতিক নং: ৩৯২০
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : মদীনা মুনাওয়ারার ফযীলত
৩৯২০। আল-আনসারী (রাহঃ)... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক মরুবাসী আরব রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে ইসলামের বায়আত নেয়। তাকে মদীনার জ্বর পেয়ে বসে। তখন মরুবাসী আরব লোকটি রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে এসে বলল : আমার বায়আত ফিরিয়ে দিন ৷
রাসূলুল্লাহ্ (ﷺ) তা করতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। আরব লোকটি বের হয়ে গেল। পরে আবার তাঁর কাছে এল এবং বলল : আমার বায়আত ফিরিয়ে দিন। তিনি অস্বীকৃতি জানালেন। অনন্তর আরবটি বের হয়ে চলে গেল ।
তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন : মদীনা তো হল হাপরের মত। সে এর ময়লা বিদূরীত করে দেয় এবং এর পবিত্রতা বিশুদ্ধ করে ।
এই বিষয়ে আবু হুরায়রা (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সাহীহ ৷
রাসূলুল্লাহ্ (ﷺ) তা করতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। আরব লোকটি বের হয়ে গেল। পরে আবার তাঁর কাছে এল এবং বলল : আমার বায়আত ফিরিয়ে দিন। তিনি অস্বীকৃতি জানালেন। অনন্তর আরবটি বের হয়ে চলে গেল ।
তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন : মদীনা তো হল হাপরের মত। সে এর ময়লা বিদূরীত করে দেয় এবং এর পবিত্রতা বিশুদ্ধ করে ।
এই বিষয়ে আবু হুরায়রা (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সাহীহ ৷
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في فضل المدينة
حَدَّثَنَا الْأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، ح وحَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، أَنَّ أَعْرَابِيًّا بَايَعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الإِسْلَامِ فَأَصَابَهُ وَعَكٌ بِالمَدِينَةِ فَجَاءَ الأَعْرَابِيُّ، إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ أَقِلْنِي بَيْعَتِي، فَأَبَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَخَرَجَ الأَعْرَابِيُّ ثُمَّ جَاءَهُ فَقَالَ: أَقِلْنِي بَيْعَتِي، فَأَبَى، فَخَرَجَ الأَعْرَابِيُّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا المَدِينَةُ كَالكِيرِ تَنْفِي خَبَثَهَا وَتُنَصِّعُ طَيِّبَهَا» وَفِي البَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»