আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৯১১
আন্তর্জাতিক নং: ৩৯১১
পরিচ্ছেদঃ আনসারীদের সর্বোত্তম গোত্র
৩৯১১। মুহাম্মাদ ইব্‌ন বাশার (রাহঃ)... আবু উসায়দ সাঈদী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আনসারীদের সর্বোত্তম গোত্র হল বানু নাজ্জার, এরপর বানূ আব্দুল আশহাল, তারপর বানূ হারিছ ইবন খাযরাজ, এরপর বানূ সাঈদা । প্রতিটি আনসারী গোত্রেই রয়েছে মঙ্গল ।

সা'দ (রাযিঃ) বললেন : আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে দেখেছি, তিনি আমাদের উপর অন্যদের প্রাধান্য দিয়ে দিয়েছেন।'১ তখন বলা হল ঃ আরো বহু জনের উপর তো তোমাদের প্রাধান্য দিয়েছেন।

হাদীসটি হাসান-সাহীহ।

আবু উসায়দ সাঈদী (রাযিঃ)-এর নাম হল মালিক ইবন রাবীআ ।
باب في أي دور الأنصار خير
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي أُسَيْدٍ السَّاعِدِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ دُورِ الأَنْصَارِ دُورُ بَنِي النَّجَّارِ، ثُمَّ دُورُ بَنِي عَبْدِ الأَشْهَلِ، ثُمَّ بَنِي الحَارِثِ بْنِ الخَزْرَجِ، ثُمَّ بَنِي سَاعِدَةَ، وَفِي كُلِّ دُورِ الأَنْصَارِ خَيْرٌ»، فَقَالَ سَعْدٌ: مَا أَرَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا قَدْ فَضَّلَ عَلَيْنَا، فَقِيلَ: قَدْ فَضَّلَكُمْ عَلَى كَثِيرٍ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَأَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ اسْمُهُ: مَالِكُ بْنُ رَبِيعَةَ
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
জামে' তিরমিযী - হাদীস নং ৩৯১১ | মুসলিম বাংলা