আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৯১০
আন্তর্জাতিক নং: ৩৯১০
পরিচ্ছেদঃ আনসারীদের সর্বোত্তম গোত্র
৩৯১০। কুতায়বা (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আমি তোমাদেরকে সর্বোত্তম আনসারী গোত্রের কথা অবহিত করব কি? সাহাবীরা বললেন : হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ্!

নবী (ﷺ) বললেন ঃ বানূ নাজ্জার। এরপর তাদের নিকটবর্তী হল বানূ আব্দুল আশহাল । এরপর তাদের নিকটবর্তী হল বানুল হারিছ ইব্‌ন খাযরাজ, এরপর তাদের নিকটবর্তী হল বানূ সায়েদা ।

এরপর নবী (ﷺ) তাঁর উভয় হাত দিয়ে ইশারা করলেন। পরে তাঁর আঙ্গুলগুলো বন্ধ করলেন। তারপর উভয় হাতে কিছু নিক্ষেপ করার মত সেগুলো প্রসারিত করলেন। আর বললেন : আনসারীদের সবগুলো গোত্রেই রয়েছে মঙ্গল ৷

হাদীসটি হাসান-সাহীহ ।
এ হাদীসটি আনাস-আবু উসায়দ সাঈদী (রাযিঃ) সূত্রে নবীর থেকে বর্ণনা করা হয়েছে।
بَابُ فِي أَيِّ دُورِ الأَنْصَارِ خَيْرٌ
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أُخْبِرُكُمْ بِخَيْرِ دُورِ الأَنْصَارِ، أَوْ بِخَيْرِ الأَنْصَارِ»؟ قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ: «بَنُو النَّجَّارِ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ بَنُو عَبْدِ الأَشْهَلِ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ بَنُو الحَارِثِ بْنِ الخَزْرَجِ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ بَنُو سَاعِدَةَ»، ثُمَّ قَالَ بِيَدِهِ فَقَبَضَ أَصَابِعَهُ، ثُمَّ بَسَطَهُنَّ كَالرَّامِي بِيَدَيْهِ، قَالَ: «وَفِي دُورِ الأَنْصَارِ كُلِّهَا خَيْرٌ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَقَدْ رُوِيَ هَذَا أَيْضًا عَنْ أَنَسٍ، عَنْ أَبِي أُسَيْدٍ السَّاعِدِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ৩৯১০ | মুসলিম বাংলা