আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৯০২
আন্তর্জাতিক নং: ৩৯০২
পরিচ্ছেদ : আনসার ও কুরায়শ-এর ফযীলত
৩৯০২। আহমদ ইব্‌ন মানী' (রাহঃ)... যায়দ ইব্‌ন আরকাম (রাযিঃ) থেকে বর্ণিত যে, হাররা দিবসে'১ আনাস ইবন মালিক (রাযিঃ)-এর জ্ঞাতি ভাই এবং পরিবারের যাঁরা শহীদ হন, তাঁদের শোকে সান্ত্বনা দিয়ে যায়দ ইব্‌ন আরকাম (রাযিঃ) আনাস (রাযিঃ)-এর কাছে একটি পত্র লিখেন। তিনি তাতে লিখেছিলেন : আমি আপনাকে আল্লাহ্ প্রদত্ত সুসংবাদ দিচ্ছি যে, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি ঃ হে আল্লাহ্! মাফ করে দাও, আনসারীদের, আনসারীদের সন্তানদের এবং তাদের সন্তানদের বংশধরদের।

কাতাদা (রাহঃ) এটিকে আহমদ ইব্‌ন মানী'-নাযর ইবন আনাস-যায়দ ইব্‌ন আরকাম (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন।

হাদীসটি হাসান-সাহীহ।
باب في فضل الأنصار وقريش
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ: أَخْبَرَنَا عَلِيُّ بْنُ زَيْدِ بْنِ جُدْعَانَ قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، أَنَّهُ كَتَبَ إِلَى أَنَسِ بْنِ مَالِكٍ يُعَزِّيهِ فِيمَنْ أُصِيبَ مِنْ أَهْلِهِ وَبَنِي عَمِّهِ يَوْمَ الحَرَّةِ، فَكَتَبَ إِلَيْهِ: إِنِّي أُبَشِّرُكَ بِبُشْرَى مِنَ اللَّهِ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لِلأَنْصَارِ وَلِذَرَارِيِّ الأَنْصَارِ وَلِذَرَارِيِّ ذَرَارِيهِمْ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَقَدْ رَوَاهُ قَتَادَةُ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান