আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৯০১
আন্তর্জাতিক নং: ৩৯০১
পরিচ্ছেদ : আনসার ও কুরায়শ-এর ফযীলত
৩৯০১। মুহাম্মাদ ইব্ন বাশার (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) কতক আনসারীকে একত্রিত করে বললেন : তোমরা এস, তোমরা ছাড়া আর কেউ তোমাদের মাঝে আছে কি? তারা বললঃ না, আমাদের এক ভাগিনেয় ছাড়া।
তিনি বললেন : কোন সম্প্রদায়ের বোন-পো তাদেরই মধ্যে গণ্য। এরপর তিনি বললেন : কুরাইশরা জাহিলী অবস্থা ছেড়েছে বেশীদিন হয়নি। তদুপরি তারা বিপদগ্রস্ত। আমি ইচ্ছা করেছি, তাদের কিছুটা ক্ষতিপূরণ করতে এবং তাদের হৃদয় আকর্ষণ করতে। তোমরা কি এতে রাযী নও যে, লোকেরা তো দীনার নিয়ে প্রত্যাবর্তন করবে আর তোমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -কে নিয়ে তোমাদের বাড়ি ফিরে যাবে?
তারা বলল : হ্যাঁ।
রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন : লোকেরা যদি কোন উপত্যকা বা গিরিপথ দিয়ে চলে আর আনসারীরা যদি চলে আরেক উপত্যকা বা গিরিপথ দিয়ে, তবে আমি অবশ্যই আনসারীদের উপত্যকা ও গিরিপথে চলব।
হাদীসটি সাহীহ।
তিনি বললেন : কোন সম্প্রদায়ের বোন-পো তাদেরই মধ্যে গণ্য। এরপর তিনি বললেন : কুরাইশরা জাহিলী অবস্থা ছেড়েছে বেশীদিন হয়নি। তদুপরি তারা বিপদগ্রস্ত। আমি ইচ্ছা করেছি, তাদের কিছুটা ক্ষতিপূরণ করতে এবং তাদের হৃদয় আকর্ষণ করতে। তোমরা কি এতে রাযী নও যে, লোকেরা তো দীনার নিয়ে প্রত্যাবর্তন করবে আর তোমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -কে নিয়ে তোমাদের বাড়ি ফিরে যাবে?
তারা বলল : হ্যাঁ।
রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন : লোকেরা যদি কোন উপত্যকা বা গিরিপথ দিয়ে চলে আর আনসারীরা যদি চলে আরেক উপত্যকা বা গিরিপথ দিয়ে, তবে আমি অবশ্যই আনসারীদের উপত্যকা ও গিরিপথে চলব।
হাদীসটি সাহীহ।
باب في فضل الأنصار وقريش
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسٍ قَالَ: جَمَعَ [ص:713] رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاسًا مِنَ الأَنْصَارِ فَقَالَ: «هَلْ فِيكُمْ أَحَدٌ مِنْ غَيْرِكُمْ»؟ قَالُوا: لَا، إِلَّا ابْنَ أُخْتٍ لَنَا، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ ابْنَ أُخْتِ القَوْمِ مِنْهُمْ»، ثُمَّ قَالَ: «إِنَّ قُرَيْشًا حَدِيثٌ عَهْدُهُمْ بِجَاهِلِيَّةٍ وَمُصِيبَةٍ، وَإِنِّي أَرَدْتُ أَنْ أَجْبُرَهُمْ وَأَتَأَلَّفَهُمْ، أَمَا تَرْضَوْنَ أَنْ يَرْجِعَ النَّاسُ بِالدُّنْيَا وَتَرْجِعُونَ بِرَسُولِ اللَّهِ إِلَى بُيُوتِكُمْ؟» قَالُوا: بَلَى، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا أَوْ شِعْبًا وَسَلَكَتِ الأَنْصَارُ وَادِيًا أَوْ شِعْبًا لَسَلَكْتُ وَادِيَ الأَنْصَارِ أَوْ شِعْبَهُمْ» هَذَا حَدِيثٌ صَحِيحٌ
