আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৮৪৯
আন্তর্জাতিক নং: ৩৮৪৯
পরিচ্ছেদ : সা'দ ইবন মু'আয (রাযিঃ)-এর ফযীলত
৩৮৪৯। আব্দ ইব্ন হুমায়দ (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : সা'দ ইবন মু'আয (রাযিঃ)-এর জানাযা যখন উঠানো হল, তখন মুনাফিকরা বলছিল, কত হালকা এই জানাযা। আর বনি কুরায়যার বিষয়ে তার (অন্যায়) ফয়সালার জন্যই এমন হয়েছে। মুনাফিকদের এ কথা নবী (ﷺ) -এর কাছে পৌঁছলে তিনি বললেন : ফিরিশতারা তো তাঁর জানাযা বহন করছিলেন।
এ হাদীসটি সাহীহ-গারীব
এ হাদীসটি সাহীহ-গারীব
باب مناقب سعد بن معاذ رضي الله عنه
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قال: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ قال: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: لَمَّا حُمِلَتْ جَنَازَةُ سَعْدِ بْنِ مُعَاذٍ قَالَ المُنَافِقُونَ: مَا أَخَفَّ جَنَازَتَهُ، وَذَلِكَ لِحُكْمِهِ فِي بَنِي قُرَيْظَةَ، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ المَلَائِكَةَ كَانَتْ تَحْمِلُهُ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ»
