আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৮৪৮
আন্তর্জাতিক নং: ৩৮৪৮
পরিচ্ছেদ : সা'দ ইবন মু'আয (রাযিঃ)-এর ফযীলত
৩৮৪৮। মাহমুদ ইব্‌ন গায়লান (রাহঃ)... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ যখন সা'দ ইবন মু'আয (রাযিঃ)-এর জানাযা লোকদের সামনে ছিল, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) কে আমি বলতে শুনেছি। যে, তাঁর (সা'দের) ভাগ্যে দয়াময় আল্লাহর আরশ কেঁপে উঠেছে।

এই বিষয়ে উসায়দ ইব্‌ন হুযায়র. আবু সাঈদ ও রুমায়সা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।

হাদীসটি সাহীহ।
باب مناقب سعد بن معاذ رضي الله عنه
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قال: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قال: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قال: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: وَجَنَازَةُ سَعْدِ بْنِ مُعَاذٍ بَيْنَ أَيْدِيهِمْ: «اهْتَزَّ لَهُ عَرْشُ الرَّحْمَنِ» وَفِي البَابِ عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ، وَأَبِي سَعِيدٍ، وَرُمَيْثَةَ: «هَذَا حَدِيثٌ صَحِيحٌ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)