আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৮৪৬
আন্তর্জাতিক নং: ৩৮৪৬
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ খালিদ ইবনুল ওয়ালীদ (রাযিঃ)-এর মর্যাদা
৩৮৪৬। কুতায়বা (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমরা একবার রাসূলুল্লাহ্ (ﷺ) এর সঙ্গে একস্থানে বিশ্রামের জন্য অবতরণ করলাম। লোকেরা আমাদের পাশ দিয়ে পথ অতিক্রম করে যেতে লাগল। রাসূলুল্লাহ্ বলছিলেন : হে আবু হুরায়রা! এ কে?
আমি বললাম : অমুক ।
তিনি বললেন : কত উত্তম আল্লাহর এ বান্দা !
পরে বলছিলেন : এ কে?
আমি বলছিলাম : অমুক।
তিনি বলছিলেন : আল্লাহর-এ বান্দা কত মন্দ ! শেষে এদিক দিয়ে খালিদ ইবনুল ওয়ালীদ (রাযিঃ) যখন যাচ্ছিলেন, নবী বললেন : এ কে?
আমি বললাম : ইনি খালিদ ইবনুল ওয়ালীদ। তিনি বললেন : কতই না উত্তম আল্লাহর বান্দা খালিদ ইবনুল ওয়ালীদ! আল্লাহর তরবারীসমূহের একটি তরবারী।
হাদীসটি গারীব। যায়দ ইবন আসলাম (রাহঃ) সরাসরি আবু হুরায়রা (রাযিঃ) থেকে কোন হাদীস শোনেন নি।
আমার মতে হাদীসটি মুরসাল। এ বিষয়ে আবু বকর সিদ্দীক (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
আমি বললাম : অমুক ।
তিনি বললেন : কত উত্তম আল্লাহর এ বান্দা !
পরে বলছিলেন : এ কে?
আমি বলছিলাম : অমুক।
তিনি বলছিলেন : আল্লাহর-এ বান্দা কত মন্দ ! শেষে এদিক দিয়ে খালিদ ইবনুল ওয়ালীদ (রাযিঃ) যখন যাচ্ছিলেন, নবী বললেন : এ কে?
আমি বললাম : ইনি খালিদ ইবনুল ওয়ালীদ। তিনি বললেন : কতই না উত্তম আল্লাহর বান্দা খালিদ ইবনুল ওয়ালীদ! আল্লাহর তরবারীসমূহের একটি তরবারী।
হাদীসটি গারীব। যায়দ ইবন আসলাম (রাহঃ) সরাসরি আবু হুরায়রা (রাযিঃ) থেকে কোন হাদীস শোনেন নি।
আমার মতে হাদীসটি মুরসাল। এ বিষয়ে আবু বকর সিদ্দীক (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَنَاقِبِ خَالِدِ بْنِ الوَلِيدِ رَضِيَ اللَّهُ عَنْهُ
حَدَّثَنَا قُتَيْبَةُ قال: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: نَزَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْزِلًا، فَجَعَلَ النَّاسُ يَمُرُّونَ، فَيَقُولُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ هَذَا يَا أَبَا هُرَيْرَةَ»؟ فَأَقُولُ: فُلَانٌ، فَيَقُولُ: «نِعْمَ عَبْدُ اللَّهِ هَذَا»، وَيَقُولُ: «مَنْ هَذَا»؟ فَأَقُولُ: فُلَانٌ، فَيَقُولُ: «بِئْسَ عَبْدُ اللَّهِ هَذَا»، حَتَّى مَرَّ خَالِدُ بْنُ الوَلِيدِ، فَقَالَ: «مَنْ هَذَا»؟ فَقُلْتُ: هَذَا خَالِدُ بْنُ الوَلِيدِ، فَقَالَ: «نِعْمَ عَبْدُ اللَّهِ خَالِدُ بْنُ الوَلِيدِ، سَيْفٌ مِنْ سُيُوفِ اللَّهِ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ، وَلَا نَعْرِفُ لِزَيْدِ بْنِ أَسْلَمَ سَمَاعًا مِنْ أَبِي هُرَيْرَةَ، وَهُوَ عِنْدِي حَدِيثٌ مُرْسَلٌ» وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ
