আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৮৪৫
আন্তর্জাতিক নং: ৩৮৪৫
পরিচ্ছেদ : আমর ইবনুল আস (রাযিঃ)-এর ফযীলত
৩৮৪৫। ইসহাক ইবন মনসুর (রাহঃ)... তালহা ইবন উবায়দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি যে, আমর ইবনুল আস কুরায়শ গোত্রের নেক লোকদের একজন। কেবল নাফি' ইবন উমার আল-জুমাহী (রাহঃ)-এর রিওয়ায়াতেই এ হাদীসটি সম্পর্কে আমরা জানি । নাফি (রাহঃ) আস্থাযোগ্য। হাদীসটির সনদ মুত্তাসিল নয়। ইবন আবু মুলায়কা (রাহঃ) তালহা (রাযিঃ)-এর সাক্ষাত পান নি ।
باب مناقب عمرو بن العاص رضي الله عنه
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قال: أَخْبَرَنَا أَبُو أُسَامَةَ، عَنْ نَافِعِ بْنِ عُمَرَ الجُمَحِيِّ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ: قَالَ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ عَمْرَو بْنَ العَاصِ مِنْ صَالِحِي قُرَيْشٍ»: «هَذَا حَدِيثٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ نَافِعِ بْنِ عُمَرَ الجُمَحِيِّ» وَنَافِعٌ ثِقَةٌ وَلَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ، ابْنُ أَبِي مُلَيْكَةَ لَمْ يُدْرِكْ طَلْحَةَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ৩৮৪৫ | মুসলিম বাংলা