আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৮৩১
আন্তর্জাতিক নং: ৩৮৩১
পরিচ্ছেদঃ আনাস ইবন মালিক (রাযিঃ)-এর গুণাবলী
৩৮৩১। ইবরাহীম ইবনে ইয়াকুব (রাহঃ)... ছাবিত আল-বুনানী (রাহঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আনাস ইবন মালিক (রাযিঃ) আমাকে বললেনঃ হে ছাবিত। আমার নিকট থেকে (কুরআন ও সুন্নাহর) জ্ঞান লাভ কর। কারণ, আমার চেয়ে বেশী নির্ভরযোগ্য আর কারো নিকট থেকে জ্ঞান আহরণের সুযোগ তুমি পাবে না। আমি তো আহরণ করেছি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট থেকে, রাসূলুল্লাহ (ﷺ) তা লাভ করেছেন জিবরীল (আ) থেকে আর জিবরীল তা লাভ করেছেন আল্লাহ তা'আলার নিকট থেকে।
باب مناقب أنس بن مالك رضي الله عنه
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ قَالَ: حَدَّثَنَا مَيْمُونٌ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا ثَابِتٌ، قَالَ: قَالَ لِي أَنَسُ بْنُ مَالِكٍ، «يَا ثَابِتُ خُذْ عَنِّي فَإِنَّكَ لَنْ تَأْخُذَ عَنْ أَحَدٍ أَوْثَقَ مِنِّي، إِنِّي أَخَذْتُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَخَذَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ جِبْرِيلَ، وَأَخَذَهُ جِبْرِيلُ عَنِ اللَّهِ تَعَالَى» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ زَيْدِ بْنِ حُبَابٍ
