আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৮৩০
আন্তর্জাতিক নং: ৩৮৩০
পরিচ্ছেদঃ আনাস ইবন মালিক (রাযিঃ)-এর গুণাবলী
৩৮৩০। যায়দ ইবন আখযাম আত-তাঈ (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আনাজ কুঁড়িয়ে আনতাম। সে অনুসারে রাসূলুল্লাহ (ﷺ) আমার কুনিয়াত (আবু হামযা) রাখেন। হাদীসটি গারীর। জাবির আল-জু'ফী-আবু নসর (রাহঃ)-এর বরাতে বর্ণিত হাদীস হিসাবে এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।

আবু নসর (রাহঃ) হলেন খায়ছামা ইবন আবু থায়ছামা আল-বসরী। তিনি আনাস (রাযিঃ)-এর বরাতে বহু হাদীস বর্ণনা করেছেন।
باب مناقب أنس بن مالك رضي الله عنه
حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ الطَّائِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ شُعْبَةَ، عَنْ جَابِرٍ، عَنْ أَبِي نَصْرٍ، عَنْ أَنَسٍ قَالَ: «كَنَّانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَقْلَةٍ كُنْتُ أَجْتَنِيهَا»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ جَابِرٍ الجُعْفِيِّ عَنْ أَبِي نَصْرٍ» وَأَبُو نَصْرٍ هُوَ: خَيْثَمَةُ بْنُ أَبِي خَيْثَمَةَ البَصْرِيُّ رَوَى عَنْ أَنَسٍ أَحَادِيثَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান