আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৭৬৭
আন্তর্জাতিক নং: ৩৭৬৭
জা'ফর ইন আবু তালিব (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৬৭। আবু আহমাদ হাতিম ইবন সায়্যার মারওয়াযী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ আমরা জা'ফর ইবন আবু তালিব (রাযিঃ)-কে মিসকীনদের পিতা বলে সম্বোধন করতাম। আমরা যখনই তাঁর কাছে যেতাম তিনি যা কিছু খাবার থাকতো আমাদের সামনে উপস্থিত করতেন। একদিন তাঁর কাছে গেলাম। সেদিন তাঁর দেবার মতো কিছুই ছিলো না। তিনি একটি মৌচাক ভাঙ্গলেন। আমরা তা থেকে চেটে খেলাম।
باب مناقب جعفر بن أبي طالب رضي الله عنه
حَدَّثَنَا أَبُو أَحْمَدُ حَاتِمُ بْنُ سِيَاهٍ الْمَرْوَزِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ عَجْلاَنَ عَنْ يَزِيدَ بْنِ قُسَيْطٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كُنَّا نَدْعُو جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَبَا الْمَسَاكِينِ فَكُنَّا إِذَا أَتَيْنَاهُ قَرَّبْنَا إِلَيْهِ مَا حَضَرَ فَأَتَيْنَاهُ يَوْمًا فَلَمْ يَجِدْ عِنْدَهُ شَيْئًا فَأَخْرَجَ جَرَّةً مِنْ عَسَلٍ فَكَسَرَهَا فَجَعَلْنَا نَلْعَقُ مِنْهَا
قَالَ أَبُو عِيسَى: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ৩৭৬৭ | মুসলিম বাংলা