আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৭৬৬
আন্তর্জাতিক নং: ৩৭৬৬
পরিচ্ছেদঃ জা'ফর ইন আবু তালিব (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৬৬। আবু সাঈদ আশাজ্জ (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি অনেক সময় নবী (ﷺ)-এর কোন সাহাবীকে কুরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করতাম। অথচ এটি সম্পর্কে আমি ভালই জ্ঞাত। আমার এ জিজ্ঞাসার উদ্দেশ্য ছিল যে, আমাকে নিয়ে তিনি কিছু খাওয়াবেন। আমি যখন জা'ফর ইবন আবু তালিব (রাযিঃ)-কে কোন বিষয়ে জিজ্ঞাসা করতাম, তখন তিনি আমাকে জওয়াব না দিয়ে তাঁর ঘরে নিয়ে যেতেন এবং তাঁর স্ত্রীকে বলতেন : আসমা, আমাদের খানা দাও। খানা খাওয়ার পরে তিনি আমার প্রশ্নের জওয়াব দিতেন।

জা'ফর (রাযিঃ) মিসকীনদের খুব ভালবাসতেন। তাদের কাছে বসতেন, তাদের সঙ্গে কথাবার্তা বলতেন, তারাও তাঁর সঙ্গে আলাপ-আলোচনা করত। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কুনিয়াত দিয়েছিলেন, আবু মাসাকীন বা মিসকীনদের পিতা।

আবু ইসহাক মাখযূমী (রাহঃ) হলেন ইবরাহীম ইবন ফযল মাদীনী। তাঁর স্মরণশক্তির বিষয়ে কোন কোন হাদীস বিশারদ সমালোচনা করেছেন।
باب مناقب جعفر بن أبي طالب رضي الله عنه
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ أَبُو يَحْيَى التَّيْمِيُّ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ أَبُو إِسْحَاقَ المَخْزُومِيُّ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: إِنْ كُنْتُ لَأَسْأَلُ الرَّجُلَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الآيَاتِ مِنَ القُرْآنِ أَنَا أَعْلَمُ بِهَا مِنْهُ، مَا أَسْأَلُهُ إِلَّا لِيُطْعِمَنِي شَيْئًا، فَكُنْتُ إِذَا سَأَلْتُ جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ لَمْ يُجِبْنِي حَتَّى يَذْهَبَ بِي إِلَى مَنْزِلِهِ فَيَقُولُ لِامْرَأَتِهِ: يَا أَسْمَاءُ أَطْعِمِينَا، فَإِذَا أَطْعَمَتْنَا أَجَابَنِي، وَكَانَ جَعْفَرٌ يُحِبُّ المَسَاكِينَ وَيَجْلِسُ إِلَيْهِمْ وَيُحَدِّثُهُمْ وَيُحَدِّثُونَهُ، «فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكْنِيهِ بِأَبِي المَسَاكِينِ». هَذَا حَدِيثٌ غَرِيبٌ. وَأَبُو إِسْحَاقَ المَخْزُومِيُّ هُوَ: إِبْرَاهِيمُ بْنُ الْفَضْلِ الْمَدِينِيُّ، وَقَدْ تَكَلَّمَ فِيهِ بَعْضُ أَهْلِ الحَدِيثِ مِنْ قِبَلِ حِفْظِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ৩৭৬৬ | মুসলিম বাংলা