আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৭৫৬
আন্তর্জাতিক নং: ৩৭৫৬
পরিচ্ছেদ : সা'দ ইব্‌ন আবু ওয়াক্কাস (রাযিঃ) মর্যাদা ও গুণাবলী
৩৭৫৬। কুতায়বা (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একরাতে (কোন এক সফর থেকে) মদীনা আগমনের পথে নবী (ﷺ) জাগ্রত ছিলেন। তখন তিনি বললেনঃ কোন নেক বান্দা যদি আজ রাত আমার পাহারাদারি করত!

আয়িশা (রাযিঃ) বলেনঃ আমরা এই আলোচনায় ছিলাম এমন সময় আমরা অস্ত্রের ঝনঝনানী শুনতে পেলাম। নবী (ﷺ) বললেন, কে এ লোকটি? উত্তরে বলা হল : সা'দ ইব্‌ন আবু ওয়াক্কাস।

রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ কেন এসেছ?

সা'দ (রাযিঃ) বললেনঃ নবী (ﷺ) সম্পর্কে আমার মনে শঙ্কা জাগল তাই তাঁকে পাহারা দিতে এসেছি। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জন্য দু'আ করলেন এবং ঘুমিয়ে পড়লেন।
باب مناقب سعد بن أبي وقاص رضي الله عنه
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ: سَهِرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقْدَمَهُ المَدِينَةَ لَيْلَةً. قَالَ: «لَيْتَ رَجُلًا صَالِحًا يَحْرُسُنِيَ اللَّيْلَةَ». قَالَتْ: فَبَيْنَمَا نَحْنُ كَذَلِكَ إِذْ سَمِعْنَا خَشْخَشَةَ السِّلَاحِ، فَقَالَ: «مَنْ هَذَا»؟ فَقَالَ: سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا جَاءَ بِكَ»؟ فَقَالَ سَعْدٌ: وَقَعَ فِي نَفْسِي خَوْفٌ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجِئْتُ أَحْرُسُهُ، فَدَعَا لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ نَامَ ". هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
জামে' তিরমিযী - হাদীস নং ৩৭৫৬ | মুসলিম বাংলা