আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৭৫৫
আন্তর্জাতিক নং: ৩৭৫৫
পরিচ্ছেদ : সা'দ ইব্‌ন আবু ওয়াক্কাস (রাযিঃ) মর্যাদা ও গুণাবলী
৩৭৫৫। মাহমুদ ইব্‌ন গায়লান (রাহঃ) ......... আলী ইব্‌ন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ সা'দ ছাড়া আর কারো জন্য ‘পিতামাতা কুরবান হোক', এ কথা রাসূলুল্লাহ (ﷺ) -কে আমি বলতে শুনিনি। আমি উহুদের দিন তাঁকে বলতে শুনেছি যে, হে সা'দ তীর ছোঁড়, তোমার জন্য আমার পিতামাতা কুরবান হোক।
باب مناقب سعد بن أبي وقاص رضي الله عنه
حَدَّثَنَا بِذَلِكَ مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: مَا سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفَدِّي أَحَدًا بِأَبَوَيْهِ إِلَّا لِسَعْدٍ، فَإِنِّي سَمِعْتُهُ يَقُولُ يَوْمَ أُحُدٍ: «ارْمِ سَعْدُ فِدَاكَ أَبِي وَأُمِّي». هَذَا حَدِيثٌ صَحِيحٌ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
জামে' তিরমিযী - হাদীস নং ৩৭৫৫ | মুসলিম বাংলা